১৫ এবং ১৬ই জুলাই পাবনার ভাঙ্গুড়ার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো Math to Robotics প্রোগ্রামের দ্বিতীয় ওয়ার্কশপ।
৪র্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়াতে গিয়ে আমাদের তরুণ প্রজন্ম যাতে পিছিয়ে না পড়ে তা মাথায় রেখেই ম্যাথ-প্রোগ্রামিং-রোবটিক্সকে একীভূত করে EMK Center এর সহযোগিতায় ও Banglar Math এর একাডেমিক সাপোর্টে Math to Robotics টিম একটি কম্পিটেন্সি-বেইজড ব্লেন্ডেড কারিকুলাম ডেভেলপ করছে, যার পাইলট কার্যক্রম দেশের চারটি জেলায় বর্তমানে চলমান আছে।
রোবট বানাতে হলে, প্রোগ্রামিং জানতে হলে, ভালো প্রব্লেম সল্ভার হতে হলে গণিতের ধারণাগুলোকে উপলব্ধি ও প্রয়োগ করতে জানতে হবে। এটা করা সম্ভব হলে একটা প্রজন্ম তৈরি হবে যারা যে কোন সমস্যাকেই ভিন্ন অনেক দিক থেকে দেখতে শিখে যাবে। যারা বুঝবে লেগে থাকলে যে কোন সমস্যাই সমাধান করা সম্ভব।