ছোটবেলার গণিত ভীতিকে, রোবট ও গেইমের প্রতি সকলের যে ভালবাসা আছে তা দিয়ে জয় করা গেলে কেমন হতো?
এমন চিন্তাকে বাস্তবে রূপ দিতে EMK Center সার্বিক সহযোগিতা ও Banglar Math এর একাডেমিক সাপোর্টে শুরু হয়ে গেলো Math to Robotics প্রোগ্রাম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গত ২২-২৩ জুন, প্রোগ্রামের প্রথম ওয়ার্কশপটি আয়োজিত হয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।
চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমাদের তরুণ প্রজন্মকে খাপ খাইয়ে নেয়ার লক্ষ্যে Math to Robotics টিম একটি সহশিক্ষা কার্যক্রম ভিত্তিক localized curriculum প্রস্তুত করেছে যা দেশের মোট চারটি জেলায় পাইলটিং করা হবে।
How about overcoming our childhood fear of math with our love for robots and games?
To turn such thoughts into reality, the Math to Robotics program, supported by the EMK Center and in academic partnership with Banglar Math, has been started to foster a love for robotics, programming, and mathematics in young students. The first workshop was held on 22-23 June at Dighinala Upazila, Khagrachari, with great participation and enthusiasm from students.
The program aims to adapt the young generation to the fourth industrial revolution through a localized curriculum that will be piloted in four districts of Bangladesh.